সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ছালিম ম্যানশনস্থ গ্রুপের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রুপের আহবায়ক আলহাজ্ব মোঃ আতিক হোসেন ।
সভায় সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের নামে বানিজ্য মন্ত্রনালয় হতে টি.ও. লাইসেন্স করার সিদ্ধান্ত গৃহিত হয়। লাইসেন্স প্রাপ্তির জন্য বাণিজ্য মন্ত্রনালয় হতে গ্রুপের নামে প্রাপ্ত ছাড়পত্রের শর্তাবলী পূরণ করে পুনরায় বানিজ্য মন্ত্রনালয়ে লাইসেন্স এর জন্য আবেদন করার ব্যাপারে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আহবায়ক আলহাজ্ব মোঃ আতিক হোসেন সকল পাথর আমদানীকারককে সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সদস্য হিসাবে অন্তর্ভুক্তির জন্য আহবান জানান ।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সভায় উপস্থিত ছিলেন পাথর আমদানীকারক চন্দন সাহা, মোঃ জাহাঙ্গীর মিয়া, হাজী মোঃ দিলওয়ার হোসেন, আলহাজ্ব আব্দুল মালিক মারুফ, মোঃ এমদাদ হোসেন, মোঃ মঈন উদ্দিন, জয়দেব চক্রবর্ত্তী, জাকারিয়া ইমতিয়াজ, সোহেল আহমদ, মোঃ শাহ আলম, মোঃ মনিরুল হক, জুয়েল আহমদ, নিজাম উদ্দিন, তপন চক্রবর্ত্তী, প্রদীপ কুমার রায়, আরিফ আহমদ চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মঞ্জু গোপাল সরকার প্রমুখ।-