সিলেটপোস্ট ডেস্ক::সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিএনপির নামে নানা অপপ্রচার চলছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ফন্দি আটছে। তাদের দোসররা আড়ালে থেকে কলকাঠি নাড়ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ নতুন একটি সম্ভাবনাময় একটি দেশ ফিরে পেয়েছে। আওয়ামী লীগের সেই দোসররা যাতে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। গুজব ও অপপ্রচারের যথাযথভাবে মোকাবিলা করতে হবে।
শনিবার রাতে ৩৩ নং ওয়ার্ডের খাদিম পাড়া কল্লগ্রামে এলাকাসীর সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিএনপি নেতা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন দেলোয়ার হোসেন মানিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তাজুল ইসলাম, জমির আহমদ আমির উদ্দিন, ফরিদ আহমদ প্রমুখ।