মীর শোয়েব আহমদ::জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীব মানুষের পুনর্বাসনে ঘর মেরামত কাজে বিনামুল্যে টেউটিন বিতরণ করা হয়েছে।
জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস) আয়োজিত বাংলাদেশ এনজিও ফাউন্ডশনের আর্থিক সহযোগিতায় টেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর-২০২৪ খ্রি: বুধবার দুপুরে চারিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এসব টেউটিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম। এতে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিপ্রধানংর্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন বিলাল,চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র কর্মকর্তা এনামুল হক, প্রোগ্রাম কো অডিনের্টের ফরিদ উদ্দিন ,জুবায়ের আহমদ।
চারিকাটা ইউনিয়নে বিভিন্ন এলাকার ১৮ জন উপকার ভোগীদের মধ্যে বিনামূল্যে এসব টেউটিন বিতরণ করা হয়েছে।