সংবাদ শিরোনাম
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  » «   আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই-অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ  » «   কুলাউড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক-২  » «   আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি -খন্দকার মুক্তাদির  » «   ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা হচ্ছে বিএনপির প্রাণ : ইমদাদ চৌধুরী  » «   গোলাপগঞ্জে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা: ব্যাংকের গেইটে তালা  » «   কয়ছর এম আহমেদকে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি  » «   মৃত্যুর ৪ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তার লাশ উত্তোলন  » «   গুজব ও অপপ্রচারের যথাযথ মোকাবিলা করতে হবে: আরিফুল হক  » «   ভাত  দেয়, কাজ দেয়,পাথর কোয়ারী খোলে দেয় স্লোগানে দিয়ে মানববন্ধন  » «   সিকৃবিতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া  » «   এবার বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি প্রকাশও এখন নিষিদ্ধ  » «   ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়  » «   লন্ডন প্রবাসী আলি নুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ  » «   হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ  » «  

আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই-অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহ বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের কোনো বিকল্প নেই।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের একার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়। তাই একত্রিত হয়ে সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে।সমবায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক সংগঠন। সিলেট সমবায় বিভাগ বেকারত্ব দূরিকরণে জন্য বিকারত্বদের সমবায়ের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেকেই আজ প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

তিনি আরো বলেন, বেকারত্ব, দরিদ্র ও অবহেলিত মানুষের কাঙ্খিত মুক্তির হাতিয়ার হচ্ছে সমবায়। সৎ উদ্দেশ্য নিয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য যৌথ উদ্যোগকে সমবায় বলা হয়। সবাই মিলে একসাথে যেকোন কাজ করলে তার যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না। সমবায়ের মাধ্যমে শক্তি বৃদ্ধি পায়। সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না। সঠিকভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থার পরিবর্তন করতে হলে সততার সাথে কাজ করতে হবে।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে (২ নভেম্বর) ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনার পূর্বে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকাল ১০ টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। আলোচনা শেষে বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে সিলেট সমবায় বিভাগের ২০২৩-২০২৪ সালের সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচকের বার্ষিক প্রতিবেদন এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারি নিবন্ধক মো. জামাল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীম হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, সমবায় বিভাগের অবসরপ্রাপ্ত যুগ্ম নিবন্ধক ও গ্রিনলিফ কর্মচারী সমবায় সমিতিরি সভাপতি কামাল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সদস্য ক্বারী শফিকুর রহমান। পবিত্র গীতা পাঠ করেন সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড এর সভাপতি সুশান্ত চন্দ্র নম খোকন।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সজল চক্রবর্তী, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, উত্তর বালুচর জোনাকি কর্ণফুলী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য তাছলিমা বেগম প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.