সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি মিশফাক আহমদ মিশু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ অনুষ্ঠান ‘স্মৃতিতে অম্লান’ অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে পরিষদের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জয়শ্রী দেব জয়ার সভাপতিত্বে ও সদস্য রেজাউল করিম রাব্বির পরিচালনায় উক্ত স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি রাজনৈতিক কর্মসূচি থাকার দরুণ ঢাকায় অবস্থান করার কারনে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন এবং উনার একজন বিশেষ প্রতিনিধির মাধ্যমে মিশফাক আহমদ মিশু’র স্মৃতির প্রতি শোক জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি মিশফাক আহমদ মিশুকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এবং সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, নাট্যালোক সিলেট এর সভাপতি নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যজন ও নাট্যনির্দেশক নীলাঞ্জন দাশ টুকু, নাট্যজন ও নাট্যসংগঠক আব্দুল কাইয়ুম মুকুল, নাট্যজন ও নাট্যনির্দেশক আমিরুল ইসলাম বাবু, নাট্যজন ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু।
স্মরণ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য, নাট্যজন ও নাট্যনির্দেশক শামসুল বাসিত শেরো। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর অন্যতম পরিচালক অনুপ কুমার দেব, সংস্কৃতিজন বিভাষ শ্যাম যাদন, নাট্যজন মঞ্জুর আহমদ চৌধুরী, সংস্কৃতিজন বিপ্লব শ্যাম সুমন, নাট্যজন হুমায়ুন কবির জুয়েল, নাট্যজন নাজমা পারভীন, সংস্কৃতিজন কার্তিক পাল, নাট্যকর্মী গৌরব দত্ত চৌধুরী, গৌতম দত্ত চৌধুরী, প্রশান্ত দে প্রলয়, সাইফুর রহমান চৌধুরী সুমন, বদরুল আলম, নয়ন নিমু, অপু মজুমদার, মাসুম খান, আব্দুল মালিক, রিপন চৌধুরী, নবশিখা নাট্যদলের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রাজ্জাক রাজ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, কার্যনির্বাহী পরিষদ সদস্য তন্ময় নাথ তনু ও আব্দুল বাছিত সাদাফ প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কথাকলি সিলেট এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সুমন ও সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আশরাফুল ইসলাম অনি। অনুষ্ঠানের শুরুতে মিশফাক আহমদ মিশু’র স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।