সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর ১৭ বছর নির্যাতন নিপীড়নের কারণেই গত ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের সাফল্য এবং সম্ভাবনা নস্যাৎ করে দিতে স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পরাজিত ও পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে গভীর ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের পক্ষেই পতিত ফ্যাসিস্ট শক্তিকে শক্তভাবে দমন করা সম্ভব। আমাদের সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা সবার পৌছে দিতে হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। ৩১ দফার রূপরেখায় দেশ আগামীর পথে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সিলেট মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বরইকান্দি ৩নং রোডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সদস্য মকসুদ আহমদের সভাপতিত্বে ও বিএনপি নেতা নূরুল ইসলাম রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, দেওয়ান জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান লতিফ খান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাছুম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, মহানগর বিএনপি নেতা ইলিয়াসুর রহমান ইলিয়াস।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট খালেদ জুবায়ের, শাহিন আহমেদ, মাসুদ আহমেদ কবীর, আজাদ আহমেদ, রফিক মিয়া, হাজী ফখরুল ইসলাম, সেলিম আহমেদ, হোসেন আহমদ রুহুল, নুরুল আমিন, এমদাদ হোসেন, ইসমাইল হোসেন, শহীদ আহমেদ, রুকন আহমেদ, শামীম আহমেদ, সাইফুল ইসলাম রুবেল, হানিফুল ইসলাম, রাসেল আহমেদ, আবুল কালামসহ শতাধিক নেতাকর্মী।