সিলেটপোস্ট ডেস্ক::সারা দেশব্যাপী ছাদ বাগান জনপ্রিয় হচ্ছে। শহরে নতুন কৃষি, ছাদ বাগান। ইট কংক্রিটে নির্মিত ভবনের ছাদে সবুজের সমারোহে এই ছাদ বাগান। শহরের প্রতিটি বাড়ির ছাদ হোক একটুকরো উদ্যান ছাদ বাগানের প্রতি দিন দিন আগ্রহী হচ্ছেন অনেকে।
শনিবার ( ৩০ নভেম্বর দেশ-বিদেশ শখের বাগান লন্ডন ফাউন্ডার এডমিন সবুজের ফেরিওয়ালা প্রবাসী লিটন হোসেন ও জুলকার নায়েন ফাউন্ডেশনের উদ্দ্যোগে নগরীর আম্বরখানা এলাকায় বরকতিয়া হাউসে বৃক্ষ প্রেমিকদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
অনুষ্ঠানে নাট্যকার আতিকুস সালাম আতীক রাহির সভাপতিত্বে ও ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সঞ্চালনায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন এডভোকেট ওয়াবেদুর রহমান, আব্দুস সোবহান আজাদ,নাসরীন আক্তার,বদরুল আলম,আলমগীর হোসেন, প্রবাসী মুক্তা আহমদ, আলআমিন, ইব্রাহীম খলিল,প্রীতি রানী নাথ, দুলাল হোসেন ও লুৎফুর আহমদ প্রমুখ।