সংবাদ শিরোনাম
৪৫ বৎসর পর রুট শিন্নি অনুষ্টান পালন করল মিটাভরাং মজলিশপুরবাসী  » «   সিলেট বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ  » «   তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে হাইওয়ে থানা পুলিশের মতবিনিময় সভা  » «   দেশের কৃষকদের উন্নয়নে শহীদ জিয়া অবদান অপরিসিম: আনিসুল হক  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  » «   মাস্ক পরে গোপনে কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা আটক  » «   দোয়ারাবাজারে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ডিসি  » «   সমাজ সেবক ও প্রবাসী কমিউনিটি নেতা কাদিরকে সংবর্ধনা প্রদান  » «   সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি মঈন উদ্দিন-সম্পাদক নাসির উদ্দিন  » «   দোয়ারাবাজারে স্ত্রীর যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার  » «   খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন  » «   বিশ্বনাথে প্রবাসীর ভূসম্পত্তি রক্ষা ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি- প্রবাসী মো: কাউসার আলী  » «   পতিত ফ্যাসিস্ট সরকারের দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত-হুুমায়ুন কবির শাহীন  » «   শীতে পর্যটকদের ভীড় বাড়ছে:এবারও অতিথিদের সরব পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বৃহত্তর সিলেট  » «   নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «  

শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশছেড়ে পালিয়ে ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।

সীমান্তের কাছাকাছি এসে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, এদেশের মানুষ আর ভয় পায় না। ৫৬ হাজার বর্গমাইলের ২০ কোটি মানুষ নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা অক্ষুন্ন রাখব। দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার জন্য জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া কারাবরণকে মেনে নিয়ে দেশ ছেড়ে যাননি, আমাদের নেতা তারেক রহমান ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরামহীন লড়াই করছেন। দেশের মানুষের ভোটাধীকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরাও রাজপথে থাকব।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতে বাংলাদেশের দূতাবাস সমূহে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকা পুড়ানোর প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভারতে আমাদের আগরতলা, কলকাতা ও বোম্বে উপ হাইকমিশনে হামলা করা হয়েছে। বিয়েনা কনভেনশন অনুসারে যে দেশে দূতাবস অবস্থিত সেই দেশের পক্ষ থেকে ভিন্ন দেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার কথা রয়েছে। আমরা যেভাবে ভারতে প্রতিটি দূতাবাস ও কুটনৈতিকদের নিরাপত্তা দিচ্ছি, ঠিক সেভাবেই আমাদের প্রতিটি দূতাবাস ও কুটনৈতিকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতের। এ ক্ষেত্রে আমাদের দূতাবাসসমূহে যদি আর কোন হামলা হয় তাহলে আমরা ধরে নেব এটির পেছনে পালিয়ে যাওয়া অপশক্তির ইন্দন রয়েছে।

বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ৫ আগষ্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরে আমাদের দেশ নিয়ে দেশী বিদেশী চক্রান্ত চলছে। আমাদের দেশের সর্বস্থরের জনগনকে সাথে নিয়ে সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য রাজপথে রয়েছি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকমীরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.