গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৬:০০ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়ন এর বীর মঙ্গল হাওর (মাটিকাপা) নয়াপাড়া গ্রামের গিয়াস উদ্দিন এর বাড়ির পাশে দক্ষিণ পিয়াইন নদীর থেকে প্রভাবশালী সিন্ডিকেটরা দলবেঁধে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সিলেটপোস্ট২৪ডটকমের কাছে একটি লিখিত অভিযোগ পাটিয়েছেন অভিযোগকারী গিয়াস উদ্দিন।
অভিযোগ সুত্রে জানাগেছে,গত ২৮ নভেম্বর সকাল আট ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বেরীবিল গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আসুক মিয়া ও মাসুক মিয়া ও মখন মিয়ার ছেলে সালমান আহমদ, বদরুল ইসলাম, জামাল উদ্দিন ও মৃত বাদশা মিয়ার ছেলে কদ্দুছ মিয়া,মখন মিয়াসহ আরও ৪/৫জন মিলে দলবদ্ধ হয়ে অভিযোগকারী গিয়াস উদ্দিন এর বাড়ির পাশ থেকে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় তাহারা দলবদ্ধ হয়ে অভিযোগকারী গিয়াস উদ্দিন ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রানে মারার হুমকি ও কিল ঘুশি লাতি মারতে থাকে ও গিয়াস উদ্দিন এর স্ত্রীকে শ্লীলতাহানি করে।
এ ব্যাপারে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন গিয়াস উদ্দিন।
অভিযোগে গিয়াস উদ্দিন আরও উল্লেখ করেন, বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী সিন্ডিকেট পিয়াইন নদীর তীরবর্তী রুস্তমপুর ইউনিয়নের নয়াাপাড়া বীর মঙ্গল হাওর (মাটিকাপা) গ্রামের আমার বসত বাড়ির দক্ষিণ পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন এই বালু খেকু চক্র। গত ৫ আগষ্ট সরকার পতনের পরপর অন্য একটি সিন্ডিকেটের হাতে সেই অবৈধ বালু উত্তোলনের ফালা বদল হয় এবং তাহারা আরও শক্তি শালী হয়ে উঠে।
অবৈধ এ বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করি। এতে বালু খেকোরা আরও ক্ষিপ্ত হয়ে আমি ও আমার পরিবারের উপর এবং তাহারা আমার বাড়িতে এসে আমাকে গালিগালাজ করে আমার লাগানো সিম গাছের বাগান তাহারা কেটে আমার প্রায় বিশ/পচিশ হাজার টাকার ক্ষতি করে চলে যায়।
বর্তমানে বিবাদীরা বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবার বালু উত্তোলন করেন। ইতিমধ্যে গ্রামের অনেক বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমি ও বাড়িঘর হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। বালু উত্তোলনে বাধা দিলে প্রভাবশালী সিন্ডিকেটরা স্থানীয়দের হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি ধামকি প্রদান করেন বলে জানান।
অভিযোগ করার পরও প্রশাসন ধীরে ধীরে কাজ করছে বলে জানান তিনি।