শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি: এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে, যা আমাদের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের অবদান চিরদিন আমাদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন আমাদের স্বাধীনতার চূড়ান্ত অর্জনের দিন। স্বাধীনতার এই অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
তিনি রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ২টায় বার হল রুমে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ, প্রবীণ আয়কর আইনজীবী নুরুউদ্দিন আহমদ, সমিতির সাবেক সভাপতি ও বিটিএলএর এর সহ সভাপতি অতিরিক্ত জিপি মো. আবুল ফজল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি ও বারের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, সমর বিজয় সী শেখর, মোহাম্মদ ফজলুর রহমান শিপু, মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন, বারের সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, মো. কামাল আহমদ, আসাদুর রহমান তারেক, সৈয়দ আব্দুল হামিদ, আ. স. ম. মুহিবুল হক শাহীন, মোহাম্মদ আজমল হোসেন, আবজল মিয়া তালুকদার এপিপি প্রমুখ।