বিশিষ্টজনের সাথে খেলাফত মজলিস প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসানের সৌজন্য সাক্ষাত

সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৬ অপরাহ্ণসিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সূধীজনের সাথে সৌজন্য সাক্ষাত, মতবিনিময় ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আজ ১০ সেপ্টেম্বর বুধবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ও সরকারী মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর, আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব মাওলানা আব্দুল বাছির এবং সৈয়দ হাতিম আলী স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা হাফিজ মাওলানা নুরুজ্জামান সহ বিশিষ্ট সূধীজনের সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর বিশিষ্টজনের পরামর্শ ও দিক নির্দেশনা গ্রহণ করেন এবং
সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, খেলাফত মজলিস জালালাবাদ থানা সভাপতি মাওলানা আ.খ.ম লোকমান, ইসলামী যুব মজলিস সদর উপজেলা সভাপতি মুক্তাবিসুন্নুর প্রমুখ।