সংবাদ শিরোনাম
নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «   তারেক রহমান আইনী ব্যবস্থার মাধ্যমে অচিরে দেশে ফিরে আসবেন”-এম এ মালেক  » «   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন  » «   জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০০ নৌকাসহ বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত  » «   সিলেটের দুই হোটেলের বিরুদ্ধে মালপত্র আটকে হয়রানির অভিযোগ যুক্তরাজ্য প্রবাসীর  » «   ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «  

সিলেটে চোরাচালানে আ.লীগ নেতার ছেলের ‘আরএস’ চক্র

সিলেটপোস্ট ডেস্ক::ভারত থেকে সিলেটের নগরীতে মোবাইল ফোনের চোরাচালান প্রবেশ করছে বার বার। এই চোরাচালান চক্রের মূল হোতা সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর ছেলে জয়। জয় পুলিশের হাতে একাধিক বার মোবাইল ফোনের চালানসহ গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, লিয়াকত পুত্র জয় চোরাচালানের জন্য ‘আরএস’ নামের একটি চক্র গড়ে তুলেছে। ভারত ও বাংলাদেশে এই চক্রের সদস্যরা রয়েছেন। তারা বাংলাদেশ থেকে হুন্ডির টাকা ভারতে পাঠান, ওপারে থাকা সদস্যরা মোবাইল ফোনের চালান বাংলাদেশে পাঠান। পরে তা সিলেট নগরীতে এসে প্রবেশ করে। সম্প্রতি এরকম মোবাইল ফোনের চালানসহ জয়কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লিয়াকতের ছেলে জয় ভারতীয় চোরাই মোবাইলের চালানসহ শাহপরাণ থানার পুলিশের হাতে আটক হয়। প্রতিবারই তার কাছ থেকে কয়েকশ ভারতীয় মোবাইল হেন্ডসেট উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।

গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুরে চোরাচালানের সময় ১৯৪টি ভারতীয় পুরোনো মুঠোফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় হওয়া মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে মো. জয় আলীসহ (২৫) দুজনকে আসামি করা হয়েছে। বিজিবির জৈন্তাপুরের শ্রীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মকবুল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন। মামলার অপর আসামী উপজেলার নয়াবস্তি এলাকার বাসিন্দা মো. আসাদ উদ্দিন (৩০)। জব্দকৃত মোবাইল গুলোর আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ১৫ হাজার। এর আগে গত বছরের ১৫ এপ্রিল লিয়াকত আলীর ছেলে জয় আলীসহ তিনজনকে সিলেটের শাহপরাণ থানা পুলিশ ১০০টি ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা মুঠোফোনসহ আটক করেছিল।

শাহপরাণ থানার ওসি আনিস রহমান বলেন,‘ জয়ের বিরুদ্ধে মোবাইল চোরাচালানে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তার একটি চক্র রয়েছে, তারা ভারত থেকে মোবাইল ফোন বাংলাদেশে নিয়ে আসে।’

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.