সিলেটপোস্ট ডেস্ক::ইমামুয্ যামান হযরত রকীব শাহ্ (র.) এর ৩ দিনব্যাপী ৫৮তম উরশ শরীফ আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) শুরু হবে। উরশ শরীফে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
সিলেট শহরের কাজীটুলায় হযরত রকীব শাহ্ (র.) এর মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩ দিনব্যাপী এই উরশ শরীফ শেষ হবে আগামী শনিবার (২ মার্চ)।
উরশ শরীফে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন মাজারের খাদেম ড. কাজী কামাল আহমদ।