সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ

সিলেটপোস্ট ডেস্ক::সিলেটে হঠাৎ করেই বেড়েছে অপরাধপ্রবণতা। চুরি, ছিনতাই ছাড়াও কিশোর চক্র ও ঝাপটা পার্টির সংঘবন্ধ অপরাধকাণ্ডে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়েছে জনমনে। বাসা কিংবা রাস্তায় বের হলে তাড়া করে বেড়াচ্ছে চুরি ও ছিনতাই আতঙ্ক। সর্বশেষ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে মোবাইল ফোন চুরি হয় সাংবাদিক এনামুল হক জুবেরের। এঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন তিনি।
এরআগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মহানগরের সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ সংলগ্ন কেওয়াপাড়ার একটি বাসা থেকে মোবাইল ফোন ও ব্যানিটি ব্যাগ চুরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে- মহানগরের সার্বিক নিরাপত্তা ও জানমাল হেফাজতের স্বার্থে তৎপর রয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসে সিলেট নগরীতে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। মহানগরের বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়ে কবলে পড়ে মোবাইল ও টাকা খোয়াচ্ছেন পথচারী।  এছাড়া বন্দরবাজার, কিনব্রিজ, বাস টার্মিনাল, উপশহর, শিবগঞ্জ, আম্বরখানা, টিলাগড়, তেররতন, ওসমানী মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানে সবচেয় বেশী সংঘবদ্ধ চক্র  অপরাধ কাজে জড়িত।
বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নভেম্বরে অন্তত ১৯টি চুরি, আটটি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ করেছেন ভোক্তভোগিরা।
গত সোমবার (৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে শিবগঞ্জ এলাকায় ব্যাংক থেকে ৪২ লাখ টাকা তুলে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন ব্যবসায়ী রুপায়েল আহমদ ও তাঁর ভাই হেলাল আহমদ। একই দিন সোনালী ব্যাংক আম্বরখানা করপোরেট শাখা থেকে বিদেশি টাকা এক্সচেঞ্জ করে দুপুরে রিকশায় বাসায় ফেরার পথে দর্শন দেউড়ি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। এসময় সিএনজি অটোরিকশার কয়েকজন চালকের সহায়তায় ওই নারী রক্ষা পান। ধাওয়া খেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
গত ৪ নভেম্বর ভোরে ঢাকা থেকে সিলেট বাস টার্মিনাল নেমে কিনব্রিজ যাওয়ার সময় ঝাপটা পার্টির কবলে পড়েন ব্যসায়ী সাজিদুল ইসলাম। তিনি মোবাইল ফোনে কথা বলার সময় দুই যুবক ছোঁ মেরে ফোন নিয়ে পালিয়ে যায়।
এছাড়া গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন সেট।বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটপোস্টকে বলেন, অপরাধীদের মধ্যে সবসময় অপরাধ প্রবণতা কাজ করে। অস্থিতিশীল কিংবা জনমনে আতঙ্কের জন্য কেউ এসব করছে বলে মনে হয় না।
সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.