মাধবপুরে প্রায় তিন ঘণ্টা সময় ধরে বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৪, ৩:৩৬ পূর্বাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::জেলার মাধবপুর উপজেলায় পাইপলাইন ফুটো হয়ে প্রায় তিন ঘণ্টা সময় ধরে বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
শুক্রবার (১৬ মে) বিকেলে লাইন মেরামতের পর প্রতিষ্ঠানগুলোয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড শাহজিবাজার অঞ্চলের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ।
এতে প্রায় তিন ঘণ্টা ধরে ২০টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে লাইনটি স্থায়ীভাবে মেরামত করে দেওয়া হয়েছে।
জুনাইদ আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে ছয় লেনের কাজ চলাকালে দুপুরে যন্ত্রের আঘাতে শাহপুর থেকে জগীশপুরমুখী পাইপলাইন ফুটো হয়ে যায়। সেখানে লিকেজ দিয়ে গ্যাস বের হতে থাকে। পরে ছয়ফুট পাইপ লাগিয়ে লিকেজ অপসারণ করা হয়েছে।