সংবাদ শিরোনাম
দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «   সিলেটবাসীর হৃদয়ে চির জাগরূপ হয়ে থাকবেন এম সাইফুর রহমান: মিফতাহ সিদ্দিকী  » «   আজ পদত্যাগ করতে পারে নির্বাচন কমিশন , দুপুরে সংবাদ সম্মেলন  » «   কাউন্সিলর বিহীন ৩৬নং ওয়ার্ডে নেই কোন কার্যক্রম হতাশ জনগণ  » «   পুলিশের সাবেক আইজিপি শহীদুল ও মামুনের রিমান্ড মঞ্জুর  » «   সিলেটের কানাইঘাট সীমান্তের একাধিক এলাকা দিয়ে নেতাদেরকে পালাতে সহায়তা করেছে এই প্রভাবশালী চক্র  » «   সাবেক আইজিপি শহীদুল হককে ডিবি ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে  » «   নবীগঞ্জে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানী’র ১০৬ তম জন্মবার্ষিকী পালন  » «   নবীগঞ্জে কথাকাটির জের ধরে সিএনজি চালক হাফিজুরকে চুরিঘাতের ৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু  » «   ভিসিবিহীন বিশ্ববিদ্যালয়ের বেতন হবে সিনিয়র অধ্যাপকের স্বাক্ষরে-শিক্ষা মন্ত্রণালয়  » «   ব্যারিস্টার সুমন,ফেরদৌস,সাকিবসহ সাবেক এমপিদের ৫০টি বিলাসবহুল গাড়ি বন্দরে আটকা  » «   হবিগঞ্জের নবীগঞ্জে তালামীযের উদ্যোগে রান্না করা খাবার প্রায় ৩শতাধীক বন্যার্থদের মধ্যে বিতরন  » «   সকল নাগরিকের জন্য চাই নিরাপদ খাদ্য-ইমদাদ ইসলাম  » «  

‘ প্রতি আধ ঘণ্টায় দেশে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়’

scবাংলাদেশে প্রতি আধ ঘণ্টায় একজন কিশোরী কিংবা নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। শুনতে অবাক হলে মহিলা সমিতির কাউন্সিলিং সভায় এ তথ্য উঠে এসেছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত মহিলা সমিতির কাউন্সিলিং সভায় আয়োজন করে সংগঠনটি।

সভায় বিশ্লেষকরা বলেন,  স্তন ক্যান্সারের মতো সারভাইবাল ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। সরল স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক খাদ্যাভ্যাস এবং সচেতনতা পারে স্তন ক্যান্সার মুক্ত দেশ গড়তে।

সমিতির সভাপতি সিতারা আহাসানউল্লাহর সভাপতিত্বে ‘ভয় নয় ক্যান্সার জয়’ শীর্ষক কাউন্সিলিং উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বক্তব্য রাখেন- মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মিডিয়া ব্যক্তিত্ব প্রিয়া সর্বজয়া, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক সারওয়ার আলম, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব অধ্যাপক শেখ গোলাম মোস্তফা প্রমূখ।

সেলিনা হোসেন বলেন, যাদের পরিবারের স্তন ক্যান্সারের ইতিহাস আছে তারা ঝুঁকিতে আছে। সেই বিচারে আমিও ঝুঁকির মধ্যে। আমার নিজের বোন স্তন ক্যান্সারে মারা গেছেন। সে সময় তিনি সচেতন ছিলেন না। আমরা সচেতনতার মাধ্যমে নারীর স্বাস্থ্য রক্ষার অধিকার নিশ্চিত করে বাংলাদেশ স্তন ক্যান্সার মুক্ত করব। এ ক্ষেত্রে তিনি সমাজের সচেতন ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টার কথা বলেন।

সিতারা আহাসানউল্লাহ নিজের স্তন ক্যান্সারের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, মনের শক্তির কাছে স্তন ক্যান্সার পরাজিত হবে।

অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক জানান যে, সন্তানকে মা জন্ম দেন্ত বুকের দুধ খাওয়ান। সেই সন্তানই অ্যাডভান্স স্তরের রোগী হলে মায়ের কাছে যায় না। এমন অনেক উদাহরণ টেনে তিনি সবাইকে স্তন ক্যান্সার বিষয়ে সচেতন হতে বলেন।

তিনি জানান, বুকের সব চাকাই স্তন ক্যান্সার নয়। বুকে চাকার ১০ শতাংশ ক্যান্সার উল্লেখ করে তিনি জরুরি ভিত্তিতে চাকা পরীক্ষা করে নিশ্চিত হতে পরামর্শ দেন। তিনি বারডেমসহ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানে অনকোলজি বিভাগ প্রতিষ্ঠার দাবি করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.