সিলেট পোস্ট রিপোর্ট : বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাষ্ট’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স প্রবাসি খালেদ আহমদকে সংবর্ধনা জানিয়েছেন উপজেলার পাতন বড়পাড়া মুসলিম সোসাইটির নেতৃবৃন্দ । গত ২ অক্টোবর মুসলিম সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয় ।
পাতন বড়পাড়া মুসলিম সোসাইটির সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল আলম’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ফ্রান্স প্রবাসি খালেদ আহমদ , সাংবাদিক সুলতান সুমন , বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান আহমদ , উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র অর্থ সম্পাদক ওলিউর রহমান , পাতন বড়পাড়া মুসলিম সোসাইটির সহ-সভাপতি জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সাংবাদিক মিঠু দাশ জয়,সাব্বির আহমদ ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন পাতন বড়পাড়া মুসলিম সোসাইটির নজরুল ইসলাম , রাজু আহমদ, মঞ্জুর আহমদ, উজ্জল মিয়া, আতাউর রহমান ,সিফলু , বক্কর , লিমন , ফাহিম , ফজলু , মাসুম , সাইফুল , জসিম , শাহিন , হেলাল , রিপন সহ প্রমূখ । সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।