সিলেটপোস্টরিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি চলছে।বুধবার সকাল ৯টার পর এ শুনানি শুরু হয়।প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই রিভিউ শুনানি হচ্ছে।বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শুনানিতে রয়েছেন খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি তুলে ধরবেন।
সিলেটপোস্টরিপোর্ট/শেখ মোঃ লুৎফুর/১৮/১১/১৫