সিলেটে এপেক্স বাংলাদেশ’র কনভেনশন অনুষ্টিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৫, ৫:৫৪ অপরাহ্ণসিলেটপোস্টরিপোর্ট:সিলেটে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩১ তম কনভেনশন অনুষ্টিত হয়েছে।শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনাতনে অনুষ্টিত কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্স আহমদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্টিত কনভেনশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান বাংলাদেশের সভাপতি এপেক্সিয়ান সৈয়দ নুরূর রহমান, সহ-সভাপতি আসলাম হোসাইন, সাবেক সভাপতি সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, এপেক্সিয়ান আনিসুজ্জামান শাকিল, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এপেক্সিয়ান এ কে এম সামিউল আলম, এপেক্সিয়ান আশরাফুল হক মানিক, সাবেক সভাপতি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, এপেক্সিয়ান হাসান ফেরদৌস রুহেল, এপেক্সিয়ান চন্দন দাস, এপেক্সিয়ান জসিম উদ্দিন, এপেক্সিয়ান মোশারফ হোসেন মিশু , এপেক্সিয়ান মোয়াজ্জেম হোসেন সেবুল, এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, এপেক্সিয়ান ইফতেখার মনি, এপেক্সিয়ান আদিল হোসেন, এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক প্রমুখ।হোস্ট ক্লাব হিসাবে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩১ তম এই কনভেনশনের আয়োজক ছিল এপেক্স ক্লাব অব গ্রীন হিলস। এই কনভেনশন জুড়ি ভ্যালী ক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত এপেক্সিয়ান নুরুল ইসলামের নামে উৎসর্গ করা হয়।