সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩১ তম কনভেনশন অনুষ্টিত হয়েছে।শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনাতনে অনুষ্টিত কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্স আহমদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্টিত কনভেনশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এপেক্সিয়ান বাংলাদেশের সভাপতি এপেক্সিয়ান সৈয়দ নুরূর রহমান, সহ-সভাপতি আসলাম হোসাইন, সাবেক সভাপতি সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক, এপেক্সিয়ান আনিসুজ্জামান শাকিল, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এপেক্সিয়ান এ কে এম সামিউল আলম, এপেক্সিয়ান আশরাফুল হক মানিক, সাবেক সভাপতি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, এপেক্সিয়ান হাসান ফেরদৌস রুহেল, এপেক্সিয়ান চন্দন দাস, এপেক্সিয়ান জসিম উদ্দিন, এপেক্সিয়ান মোশারফ হোসেন মিশু , এপেক্সিয়ান মোয়াজ্জেম হোসেন সেবুল, এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, এপেক্সিয়ান ইফতেখার মনি, এপেক্সিয়ান আদিল হোসেন, এপেক্সিয়ান শাহেদুর রহমান, এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক প্রমুখ।হোস্ট ক্লাব হিসাবে এপেক্স বাংলাদেশ জেলা ৪ এর ৩১ তম এই কনভেনশনের আয়োজক ছিল এপেক্স ক্লাব অব গ্রীন হিলস। এই কনভেনশন জুড়ি ভ্যালী ক্লাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত এপেক্সিয়ান নুরুল ইসলামের নামে উৎসর্গ করা হয়।
সিলেটে এপেক্স বাংলাদেশ’র কনভেনশন অনুষ্টিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: নভেম্বর ২০, ২০১৫ | ৫:৫৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »