নিজস্ব প্রতিবেদক : সিলেটে বুদ্ধ পূজা উৎসর্গ, সংঘদান, বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনারসহ বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। রোববার সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ব্রাক্ষণশাসন বৌদ্ধ বিহারে সিলেটস্থ বৌদ্ধ সমিতির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ পরমানন্দ মহাথের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম রাউজানের আধাঁর মানিক বুদ্ধরম্মী বিহারের অধ্যক্ষ সুমেধানন্দ থের। সদ্ধর্মদেশনায় ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভার সহ সম্পাদক ও অগ্রসার স্মৃতি সমিতির মহাসচিব শ্রীমৎ সুমিত্তানন্দ থের ও বরুনাশ্রী থের।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও স্বকর্মে অগ্রগতিতে ভিক্ষু সংঘ এবং গৃহসংঘকে একই সাথে অগ্রসর হতে হবে। সমাজে গঠনে সচেতনতার সাথে আমাদের জীবনে বাস্তবতার সহিত বুদ্ধের নীতি আদর্শের প্রয়োগ ঘটাতে হবে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমা। সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি নিশুতোষ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা রামেন্দ্র বড়ুয়া, অরুন দাশ গুপ্ত, অড়নালোক বড়ুয়া, দিলীপ বড়ুয়া, সহ সভাপতি জ্যোতিমিত্র বড়ুয়া মিটুল, শিমুল মুৎসদ্দী, সাধারন সম্পাদক প্রকোশলী সাজু বড়ুয়া, অরুন বিকাশ চাকমা, শান্তি বিকাশ চাকমা, অমৃত চাকমা, রাজীব বড়ুয়া, পাপ্পু বড়ুয়া, মিলন বড়ুয়া, ডাঃ সুবল জ্যোতি বড়ুয়া, সুনীল বিকাশ চাকমা সহ উপাসক ও উপাসিকাবৃন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং সিলেটে কর্মরত বৌদ্ধ বি.সি.এস কর্মকর্তাবৃন্দ ও পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের সাহায্যে অর্থ সংগ্রহ করা হয়। সন্ধ্যা ৭টায় প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।