কুলাউড়ায় সাবেক সচিবের বাগান বাড়ি থেকে লাশ উদ্ধার

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৪, ১১:৫১ অপরাহ্ণকুলাউড়া প্রতিনিধি ::শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সাবেক সচিব ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য মিকাইল শিপারের বাগান বাড়ি থেকে সুকুমার মালাকার(৫৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা এনিয়ে স্থানীয়দের মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
(২১ অক্টোবর) সোমবার সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। সুকুমার মালাকার ওই এলাকার দীরেন্দ্র মালাকারের পুত্র।
জানা যায়, ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা (সাবেক সচিব) মিকাইল শিপারের ফিসারী ও ফার্মের দেখাশোনা করতেন সুকুমার। সোমবার সকালে (ফয়েজি টি স্টেট) বাংলার চা-পাতা ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ পরিবার ও এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সুকুমার মালাকারের ভাই নান্টু মালাকার অভিযোগ করে বলেন, তার পড়নের কাপর ভিজা ছিলো। পায়ের জুতো পুকুরে ভাসছিলো এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পুকুর পাড়ের এক পাশে পড়ে রয়েছে। নান্টুর দাবী তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে মিকাইল সিপারের ফার্ম-ফিসারীসহ সবকিছুর দেখাশোনা করে আসছেন। কুচক্রীমহল তার কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তাকে প্রাণে মেরে ফেলছে। তিনি তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
স্থানীয় ইউপি সদস্য মো: মজিদ মিয়া জানান, সুকুমার মালাকার খুবই ভালো মানুষ ছিলেন, এলাকায় কারো সাথে উনার বিবাদ ছিলোনা। তবে লাশের অবস্থা দেখে ধারনা করা হচ্ছে হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভবিাজার মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।