নিজস্ব প্রতিবেদক : সকল মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার তাঁকে আরেকটি মামলায় সন্দেহভাজন আসামী দেখিয়ে তাঁকে পুনরায় গ্রেফতার দেখানো হয়। এডভোকেট জুবায়েরকে গ্রেফতার দেখনোর নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর ভারপ্রাপ্ত আমীর মো. ফখরুল ইসলাম ও নায়েবে আমীর হাফিজ আবদুল হাই হারুনসহ নেতৃবৃন্দ সরকারের এই ধরনের বেআইনী ও মানবাধিকার পরিপন্থি কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এডভোকেট জুবায়েরসহ সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তির দাবি করেন।
বিবৃতিতে তারা বলেন, ১৩ জানুয়ারী পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট আদালত প্রাঙ্গন থেকে ৪র্থ বারের মত গ্রেফতার হন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে। তাৎক্ষনিকভাবে সিলেট জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে এই গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তির দাবী করা হয়। কিন্তু আইনজীবিদের দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এডভোকেট জুবায়েরকে ৬টি মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়। পর্যায়ক্রমে তিনি সকল মামলায় আদালত থেকে জামিন পান। সর্বশেষ বুধবার তিনি কোতয়ালী থানা জিআর নং-২৮৮/১৪ মামলায় আদালত তাকে জামিন দেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় তাঁকে বিমানন্দর থানা জিআর নং-১১/১৫ মামলায় সন্দিগ্ধ আসামী দেখিয়ে তাকে কারাফটকে তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।