প্রেস বিজ্ঞপ্তি : সিলেট নগরীর দর্শনদেউড়ি এলাকায় গত শুক্রবার ট্রাক চাপায় রিক্সাচালক বীরেন্দ্র করের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদের শনিবার রিক্সা মালিক-শ্রমিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রিক্সা মালিক-শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন আনাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়কারী মো. মুখলিছ মিয়া, বজলু নূর চৌধুরী, আবুল খায়ের মাস্টার, লুৎফুর রহমান, মর্তুজ আলী, আজিজুল হক, মো. তাহের আলী প্রমুখ।
বক্তরা বলেন, নিহত রিক্সাচালক বীরেন্দ্র কর নগরীর শিববাড়ীতে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসবাস করে আসছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বীরেন্দ্র করের মৃত্যুতে পরিবারটি পথে বসেছে। গরীব অসহায় পরিবারকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্থিক সহযোগিতার দাবি জানান বক্তারা। পাশাপাশি ঘাতক ট্রাক চালক সুমন মিয়ার দৃষ্টিান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ঘাতক ট্রাক চালক সুমন মিয়ার দৃষ্টিান্তমূলক শাস্তি ও নিহত রিক্সাচালক বীরেন্দ্র করের পরিবারকে আর্থিক সহযোগিতার দাবিতে রোববার সিলেটের জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, ট্রাফিক ডিসি, আঞ্চলিক লেবার পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।