সিলেটপোস্ট রিপোর্ট : সিলেটে দক্ষিণ সুরমার গোটাটিকরে ৫ম শাহাব উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার বিকেলে ২৭ নম্বর ওয়ার্ড ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে গোটাটিকর হাই স্কুল সংলগ্ন মাঠে এ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোবনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
গোটাটিকর এলাকার মুরব্বী আবদুল কুদ্দুস আতা মিয়ার সভাপতিত্বে¡ লিমন আহমদ ও রিংকু আচার্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কদমতলী কুইন্স টাওয়ারের চেয়ারম্যান মো. শাহনুর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহ্নাজ, সমাজসেবী মুকুল আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব মো. শাহিন আহমদ, রসমেলা ফুড প্রোডাক্টস্ এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম সুমন, আলমগীর থাই এন্ড এসএস এর স্বত্ত্বাধিকারী আলমগীর হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম কুনু, আজাদুর রহমান আজাদ, আবদুল বাছিত, আব্দুল মান্নান, আবদুল্লাহ আল মামুন টিপু, আবদুস সামাদ, পারবান আহমদ, জায়েদ আহমদ, সুয়াইবুর রহমান, রিংকু আচার্য্য, ফখরুল ইসলাম, নাইদুল ইসলাম, নোমান আহমদ, আরিফ আহমদ, রনি আহমদ, কামরান, সুমন, আসিফ, রুহেল, রাজিব, রাফি, মাসুম, মাহিন, বিধান, রোমান, আজগর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজির উদ্দিন লিমন।