সিলেটপোস্ট স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশে তাহলে পুরো শক্তির দল পাঠাচ্ছে না ভারত! তাদের সহ-অধিনায়ক ও টেস্ট অধিনায়ক বিরাট কোহলি এই সফরে আসতে রাজি না। তিনি বিশ্রাম চেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। দলের আরো কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিশ্রাম চেয়েছেন। তার মানে আগামী মাসে বাংলাদেশে আসবে যে ভারতীয় দল সেই দলে সবচেয়ে নামি মুখগুলোই না থাকার সম্ভাবনা থাকছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই সফর করবে ভারতীয় দল। তাদের দলটি হবে দ্বিতীয় সারির ভারতীয় দল। কোহলি না থাকলে নতুন টেস্ট অধিনায়ক নিয়েই বাংলাদেশে আসতে হবে ভারতকে।
গত ডিসেম্বর থেকে টানা ক্রিকেট খেলছে ভারত দল। এখন দলের খেলোয়াড়রা আইপিএল এ ব্যস্ত। আইপিএল শেষ হলেই বাংলাদেশ সফর। এই সফরের পর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। তার মানে ব্যস্ত একটি বছর শেষ করার পর ভারতীয়দের আবার নতুন ব্যস্ততায় আটকে পড়া। কিন্তু বাংলাদেশ সফর না করলে কিছুটা সময় পাওয়া যাবে বিশ্রামের। সেই সুযোগটাই নিতে চাইছেন ভারতীয় খেলোয়াড়রা। রবিন উথাপ্পা, মনিষ পান্ডে, কাদের জাদবরা তাই বাংলাদেশ সফরের জন্য আলোচনায় চলে আসছেন।
“কোহলি বিশ্রাম চান এটা নিশ্চিত। শেষ এক বছরে অনেক সফর করেছে বলে দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকে বাংলাদেশ সফর করতে চাইছে না। তাদের কয়েকজন বিশ্রাম চেয়েছে।” ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, “কিন্তু বিসিবি টিভি দর্শকদের আগ্রহের কথা ভেবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় অন্তত দলে রাখার কথা বলেছে। সম্ভাব্য কারা যেতে পারে সেই তালিকা আমরা এখনো করিনি।”
বিসিসিআই এর এই কথায় পরিষ্কার বাংলাদেশ সফরে ১ টেস্ট ও তিন ওয়ানডে সিরিজকে সামান্য গুরুত্ব দিচ্ছে ভারত। ১০ জুন শুরু হবে একমাত্র টেস্টটি। কোচ ডানকান ফ্লেচারও এই সফরে থাকবেন না। রবি শাস্ত্রী থাকবেন টিম পরিচালক হিসেবে। কিন্তু অধিনায়ক হবেন কে? টেস্ট অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার কথা শোনা যাচ্ছে। তবে আসলে কি হচ্ছে। কেমন দল পাঠাচ্ছে ভারত তা জানা যাবে শিগগিরই। সন্দিপ পাতিলের নির্বাচক কমিটি ২০ মে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবে।