সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ৬ বছরে শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! ধর্ষনকারী আনহারকে আটক   » «   ফ্যাসিস্ট ডামি সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে :কাইয়ুম চৌধুরী  » «   বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল  » «   সিলেটে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  » «   নবীগঞ্জে ভুল অপারেশন করে শিশুর লিঙ্গ কর্তন-কেয়ার ডায়াগনস্টিক ঘেরাও  » «   সিলেটের উপশহরে মামার হাতে বাগিনা খুন  » «   ব্রাদার ইসরাইল আলী সাদেক জামিন নিতে এসে গ্রেপ্তার  » «   সুনামগঞ্জের দোয়ারায়বাজারে ভারতীয় চিনিসহ আটক- ৪ জন  » «   প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দেশীয় সংস্কৃতি লালন করতে হবে  -জেলা প্রশাসক  » «   শান্তিগঞ্জের কান্দিগাঁও গ্রামে বাচ্চাদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় দুই ছাত্রীসহ ৩জন আহত  » «   বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী  » «   রমজান উপলক্ষে জুলকার নায়েন ফাউন্ডেশন দোয়ার বই ও খেজুর বিতরণ  » «   ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি  » «   মাদানী ইস্যুকে কেন্দ্র করে সুনামগঞ্জের পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ভাংচুর, আটক ৫; পুলিশের ২৭ রাউন্ড ফাঁকা গুলি  » «  

মা-বাবার অনেক ত্যাগ-তিতিক্ষার ফলেই সন্তানরা বড়ো হয়—–কবি আসাদ চৌধুরী

eeeসিলেটপোস্টরিপোর্ট:বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী বলেছেন, সন্তানের জন্য মা-বাবাকে সর্বোচ্চ ত্যাগ করতে হয়। এজন্য সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসাও সর্বোচ্চ। একটি পরিবার বা সমাজের উন্নয়নে মা বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মা-বাবার অনেক ত্যাগ তিতিক্ষার ফলেই তাদের সন্তানরা বড়ো হচ্ছে। মা-বাবার আর্শিবাদের ফলেই তারা আজ পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে পারছে। মা-বাবাকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় তাদের সন্তানকে মানুষ করার জন্য। নাঈম-জাহান-লতিফী এনজেএল ইএনটি সেন্টার সিলেট-এর উদ্যোগে সিলেট অঞ্চলের গর্বিত মা-বাবা সম্মাননা ২০১৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সিলেট নগরীর দরগাহ গেইটস্থ দেশের অন্যতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গর্বিত মা-বাবা সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক এডভোকেট আব্দুল মুকিত অপির সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম নূর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এনজেএল ইএনটি সেন্টারের পরিচালক ডা. নুরুল হুদা নাঈম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: অছুল আহমদ চৌধুরী, নর্থ ইস্ট মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক, নর্থ ইস্ট মেডিকেল কলেজের নাক, কান, গলা বিশেষজ্ঞ অধ্যাপক একেএম হাফিজ, শাবিপ্রবির সহকারী অধ্যাপক জোবেদা কনক খান প্রমুখ। মাওলানা মো. আহমদ আলীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি কবি লাভলী চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের সহ-সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সামসুল মাওলা ও গর্বিত মা বাবাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন  এডভোকেট মাহফুজুর রহমান (সন্তান), মো. সাজ্জাদুর রহমান (সন্তান), তাজউদ্দিন জুয়েল (সন্তান), হালিমা বেগম (সন্তান), গর্বিত পিতা এম এ মুমিত চৌধুরী, জিতেন্দ্র কুমার দে প্রমুখ। মাকে নিবেদিত গান পরিবেশন করেন গীতিকবি সাইয়িদ শাহীন ও কবিতা পাঠ করেন কবি উম্মে সুমাইয়া তাজবিন নীলা, গল্পকার রীমা বেগম পপি, সামিয়া বেগম, খাদিজা হারিস, আলী আহসান হাবীব, মো. শাহ আলম, নূর উদ্দিন শামীম, তানভীর তারেক, আব্দুল জলিল প্রমুখ। গর্বিত মা-বাবাদের পরিচিতি পাঠ করেন রেহেনা আক্তারা শান্তা। অনুষ্ঠানে ১২জন মা-বাবা তথা ২৪জনকে এ সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এ বছরের পুরষ্কার প্রাপ্তরা হলেন গর্বিত মা-বাবা হাজী আমিনা খাতুন-মরহুম হাজী খলিলুর রহমান, লুৎফুন্নেছা চৌধুরী-মরহুম আছদ্দর আলী চৌধুরী, অঞ্জলী রানী নাথ-যোগেশ চন্দ্র নাথ, সৈয়দা নাজমুন নাহার বেগম-এম.এ.মুমিত চৌধুরী, হাজী মো. মনু মিয়া-লুৎফুননেছা, মো. আব্দুল কাইয়ুম চৌধুরী-সামসুন নাহার বেগম, মিসেস ফালাক আরা রহমান-মো. মহিবুর রহমান, মো. রফিকুল বারী-আনোয়ার বেগম, ডা. এ.কে.এম হাফিজ-নাঈম ফাতেমা, শামসুন নাহার, আতাউর রহমান তালুকদার আশিক মিয়া, অনিমা দে-জিতেন্দ্র কুমার দে, নূরজাহান বেগম-ফারুক আহমদ। স্বাগত বক্তব্যে ডা. নুরুল হুদা নাঈম বলেন, মা-বাবা তাদের সন্তানদের কষ্ট করে লালন পালন করেন। আমরা এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাদের অবদানকে আলাদা করে দেখতে চাইনা। এজন্য একই সাথে মা-বাবা উভয়কেই সম্মানিত করা হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে মা-বাবার প্রতি সামান্যতম অনুভুতির প্রকাশ দেখাতে পারলেই আমাদের আয়োজন স্বার্থক হবে বলে আশা রাখি।বিশেষ অতিথির বক্তব্যে গবেষক আবদুল হামিদ মানিক বলেন, একটি সন্তান শুধু একটি পরিবারের সম্পদ নয়, বরং সে একটি দেশ ও জাতির সম্পদ। এই সন্তানকে পরিচর্যার মাধ্যমে সম্পদে পরিণত করতে হয়। সেই পরিচর্যার কাজটি করেন মা ও বাবা। ছেলেমেয়েরা দেশ ও জাতির সম্পদ না হয়ে সে যদি আপদ হয় তাহলে খুবই ক্ষতিকর। আমাদের মা-বাবারা তাদের সন্তানদের জন্য অনেক ত্যাগ ও সাধনা করেন। প্রত্যেক সন্তানের উচিত তাদের মা-বাবার প্রতি দায়িত্ববান হওয়া। এডভোকেট একেএম শমিউল আলম বলেন, মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়া বর্তমানে একটা ট্রেডিশন হিসেবে রুপ নিয়েছে। আমাদেরকে  শুধু মা-বাবাদেরকে ভালোবাসলেই চলবে না, বরং বৃদ্ধ অবস্থায় তাদের প্রতি সন্তানের যে দায়িত্ববোধ তা পুংখানুপুংখভাবে পালন করতে হবে। প্রফেসর ডা. মীর মাহবুবুল আলম বলেন, মা-বাবার অপরিসীম কষ্টের ফলেই তাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়।  ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পেছনে মা-বাবার ভূমিকা রয়েছে সবার আগে। আগামীর কর্ণধার হিসেবে সন্তানদের গড়ে তুলার জন্য মা-বাবার সর্বাক্ষণিক তদারকির কোন বিকল্প নেই। বক্তারা বলেন, শিক্ষিত মানবসম্পদ গঠনে মা-বাবার অবদান অনেক ও তার কোন বিকল্প নেই। জন্ম দেয়ার পর থেকে সন্তানদের প্রতি মা-বাবার এই ত্যাগ এর কারণে প্রতিটি ধর্মে স্বীকৃত হয়েছে সৃষ্টিকর্তার পরই মা-বাবার স্থান। অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে মা-বাবার প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তানের প্রতি মা-বাবার দায়িত্ববোধের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.