সিলেটপোস্ট রিপোর্ট ॥ যশোরের মণিরামপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার কোনাকোলা বাজারে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় পুলিশের এএসআইসহ পাঁচজন গুরুতর জখম হয়েছে। আহতরা হলেন- মণিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল মান্নান, নজরুল ইসলাম, ইদ্রিস আলী ও মোটরসাইকেল চালক ইসলাম।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ জানান, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কোনাকোলা বাজার থেকে নাশকতা মামলার আসামি দবির (৪৫) হোসেনকে মণিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় নাশকতাকারীরা ধারালো দেশীয় অস্ত্র দাঁ ও লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় মণিরামপুর থানার এএসআই তৌহিদুর রহমান, কনস্টেবল মান্নান, নজরুল ইসলাম, ইদ্রিস ও মোটরসাইকেল চালক ইসলাম গুরুত্বর জখম হন। আর হামলাকারীরা দবিরকে নিয়ে পালিয়ে যায়। আহতরা রাস্তায় পড়ে থাকলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে কোনাকোলা বাজার থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।