সিলেটপোস্ট রিপোর্ট ॥ চলতি মরশুমে ত্রিমুকুট জয়ের সামনে বার্সিলোনা৷ এরমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে-র ফাইনালে লুই এনরিকের দল৷ রবিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জিতলে ঘরোয়া লিগের খেতাব নিশ্চিত৷ এই সাফল্যের অন্যতম কারণ বার্সার আক্রমণভাগ৷ সব টুর্নামেন্ট মিলিয়ে অনেক আগেই গোলের সেঞ্চুরি করে ফেলেছেন মেসি, নেইমার, সুয়ারেজ৷ ত্রয়ীর প্রশংসায় পঞ্চমুখ জেরার্ড পিকে৷ বার্সা রক্ষণের সবথেকে বড় ভরসা বলেন, ‘বার্সা আক্রমণভাগ বরাবরই ভাল৷ বহু দুর্দান্ত ফুটবলার এই জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন৷ কিন্তু মেসি, নেইমার, সুয়ারেজের মতো কাউকে দেখিনি৷ ওরা সবার থেকে আলাদা৷’ ত্রিমুকুট জয় নিয়ে পিকে বলেছেন, ‘এক মরশুমে তিনটে বড় ট্রফি জেতা খুব কঠিন৷ সচরাচর এমন মরশুম আসে না৷ তবে আমরা এখনও কোনও ট্রফি জেতিনি৷ তাই এখনই আবেগের কোনও জায়গা নেই৷ লা লিগা জিততে হবে এটা সবথেকে বড় কথা৷ আশা করি অ্যাটলেটিকোর বিরুদ্ধেই কাজটা শেষ করতে পারব৷
মেসি-নেইমার-সুয়ারেজরা সবার থেকে আলাদা: পিকে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ১৬, ২০১৫ | ৪:০৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »