সিলেটপোস্টরিপোর্ট:সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাত্তার আজাদের সাথে অসদাচরণের দায়ে এক পুলিশ কর্মকর্তাতে শো-কজ করা হয়েছে। মহানগর পুলিশ কমিশনারের (এমএমপি) কার্যালয় থেকে আজ এএসআই আইয়ুবকে এই শো-কজ নোটিশ প্রদান করা হয়।
জানা যায়, গত রোববার সকাল সোয়া ১০টার দিকে জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সাত্তার আজাদ হেঁটে প্রেসক্লাবে আসছিলেন। ওই সময় এসএমপি কমিশনারের কার্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে এএসআই আইয়ুবসহ আরো দুইজন পুলিশ ফুটপাতের উপর বসা ছিলেন। পুলিশদের সামনে ফুটপাত ধরে হাঁটার সময় সাত্তার আজাদের গতিরোধ করেন এএসআই আইয়ুব। তিনি (এসএসআই আইয়ুব) সাত্তার আজাদকে ‘ফুটপাতে দিয়ে হেঁটে যেতে বারণ কওে বলেন, ‘এদিকে হাঁটতে পারবেন না, দেখছে না পুলিশ বসা।’
পুলিশের এমন বক্তব্যে হতবাক সাত্তার আজাদ বলেন, ফুটপাত হাটার জন্য। ফুটপাত দিয়ে হাঁটা আমার গণতান্ত্রিক অধিকার। এ কথা বলার পর এএসআই আইয়ুব ওই সাংবাদিককে অপদস্থ করেন করেন। সাংবাদিকের সঙ্গে এমন আচরণের বিষয়টি শুনে তাৎক্ষনিকভাবে এএসআই আইয়ুবকে দায়িত্বস্থল থেকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান। সেইসঙ্গে অনাকাঙ্খিত এই ঘটনার জন্য সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের কাছে ফোন করে পুলিশ কমিশনারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, সাত্তার আজাদের সাথে পুলিশ সদস্য আইয়ুবের অসদাচরণের কারণে তাৎক্ষনিক তাকে প্রত্যাহার এবং আগামী ৭দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।