স্পোর্টস ডেস্ক | এশিয়া মহাদেশের অনেক দেশে এটাই স্বাভাবিক। কিন্তু ইউরোপ-আমেরিকায় একেবারেই অস্বাভাবিক। বিয়ের আগে বান্ধবীর সঙ্গে সেক্স করা আমাদের এশিয়া মহাদেশের অনেক দেশে জঘণ্য অন্যায় মনে করা হয়। কিন্তু ইউরোপ ও আমেরিকার অধিকাংশ দেশে ওটা দিয়েই প্রেম শুরু হয়। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস নিজেকে সংযত রাখার পণ করলেন। বিয়ের আগে বান্ধবী সারা মাদেইরার সঙ্গে আদিম কর্মে লিপ্ত হবেন না বলে একেবাবে পণই করলেন। খ্রিস্টান যাজকের হাত ধরে বিশেষ পদ্ধতিতেই তিনি এই পণ করলেন। খৃষ্টান ধর্মে ‘ব্যাপ্টিসড’ বলে একটি রীতি আছে। ওই রীতিতে দীক্ষা নিলে বিয়ের আগে কেউ বান্ধবীর সঙ্গে সহবাস করতে পারে না। মাথায় পানি ঢেলে এবং পানির মধ্যে দাঁড়িয়ে বিশেষ রীতি পালন করার মাধ্যমে যাজকের কাছে এই প্রতিজ্ঞা করতে হয়। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস এমন রীতি পালন করেই এই প্রতিজ্ঞা করলেন। গত সপ্তাহে তার সতীর্থ ম্যাক্সওয়েলের বাড়ির সুইমিং পুলে খ্রিস্টান যাজক ডেকে নিয়ে নতুন এ প্রতিজ্ঞা করেন তিনি। ডেভিড লুইসের ওই রীতি পালন করার সময়কার একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। নিচে বাইবেল থেকে একটি উদ্ধৃতিও তুলে ধরেছেন, ‘খ্রিষ্ট ধর্ম গ্রহণ করলে সে ঈশ্বরের নতুন এক সৃষ্টি। তার অতীতেত সব মাফ হয়ে যায়। ভবিষ্যতের কর্মই ধর্তব্য হয়।’ তিনি আরও লেখেন, ‘হে ঈশ্বর আপনি আমাকে কত সুন্দর জীবন দান করেছেন। আপনি আমাকে ভালবাসেন এবং খবর রাখেন। আমিন।’
এ ব্যাপারে ডেভিড লুইস বলেন, ‘এটা কোন ব্যাপার না। আমি বান্ধবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করছি। এটাই আমি বেছে নিয়েছি।’
এসি মিলানের সাবেক ব্রাজিলিয়ান খেলোয়াড় কাকাও এই রীতি অনুসরণ করেছিলেন। বিয়ের আগে ২৩ বছর বয়সে খ্রিস্টান যাজকের হাত ধরে বান্ধাবীর সঙ্গে সেক্স না করার প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি। কাকা তখন বলেন, ‘অনেকেই বিয়ের পর স্ত্রীকে বিছানায় খুব বেশি সময় দিতে চান না। কারণ, তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু আমার স্ত্রী একজন মানুষ। বিয়ে পর্যন্ত তার সঙ্গে মিলিত হওয়ার আকাক্সক্ষাটা ধরে রাখা দারুণ একটা ব্যাপার।’