সিলেট পোষ্ট রিপোর্ট : বজ্র বীণায় বেজে উঠুক মুক্তির সুর’ এই শ্লোগানকে সামনে রেখে আজ সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে নব গঠিত থিয়েটার নাট্যরঙ্গ সিলেট এর আত্ম প্রকাশ করে ১৮ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে অরুন সরকার ও সাধারণ সম্পাদক পদে সাইফুল আরেফিন লিমন কে মনোনীত করা হয়। অন্যান্যের মধ্যে সহ সভাপতি মহি উদ্দিন মাহমুদ টিপু, সহ সাধারণ সম্পাদক সুকান্ত কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক অপু দাস, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, অর্থ সম্পাদক রাজন চন্দ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সহ প্রচার সম্পাদক আব্দুল আলীম, সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের আহমদ তাফাদার, সহ সাংস্কৃতিক সম্পাদক রাজিব আহমদ, দপ্তর সম্পাদক আমিন হাসান খান, সহ দপ্তর সম্পাদক আব্দুল আজিজ রুজেল, ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন, মহিলা সম্পাদিকা নাদিয়া আহমদ, কার্যকরি কমিটির সদস্যরা হলেন, কল্লোল পাল সর্দার, ইমাদুল ইসলাম সামু, নোমান আহমদ।
সভার শেষ দিকে নব গঠিত থিয়েটারের সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা দেন।