প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ার ইউনিয়নের উদ্যোগে শনিবার দুপুর ২টায় চাঁনপুর শাহজালাল (রঃ) মাদরাসার হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সভাপতি মুহাম্মদ উসমান গণি। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশে আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ।
শাখা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি হুসাইন মুহাম্মদ বাবু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সজিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান মারুফ, শাহরিয়ার নাজিম, এজাজুল হক সুমন প্রমুখ।