সিলেট পোষ্ট রিপোর্ট : সিরাজগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কোনাবাড়ি মসজিদ এলাকায় রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে শনিবার বিকেল ৩টায় ট্রাকচালক ও হেলপারসহ ১০ জন নিহত ও কমপক্ষে ৪৪ জন আহত হন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী সীমান্তবাজার এলাকায় দু’টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রবিবার ভোরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি দাঁড়িয়ে থাকা মিনি ট্রাককে পেছন থেকে অপর একটি বড় ট্রাক সজোরে ধাক্কা দিলে মিনি ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় অপর ট্রাকের দুই জন আহত হন।
তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। এ ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে হেলপার সবুজকে আটক করা হয়েছে। লাশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।