সিলেটপোস্টরিপোর্ট: সিলেট নগরীতে নিজের পৈত্রিক বাসায় প্রবেশ করতে পারছেন না ব্রিটিশ-বাংলাদেশী মহিলা ইয়াসমিন চৌধুরী। দূবৃৃত্তরা দুদিন ধওে তার বাসা ঘিরে রেখে লুটপাট অব্যাহত রেখেছে। তাকে হত্যার জন্য বারবার ধাওয়া করছে। এ ব্যাপারে তিনি পুলিশের শরনাপন্ন হলেও কোতয়ালী পুলিশ তাকে সাহায্য করছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, যুকÍাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মকিত চৌধুরীর কন্যা ইয়াসমিন চৌধুরীর বাসা নগরীর দর্শনদেউড়ী এলাকাধীন পায়রা ৩৭-৩৮। তিনি ওই বাসায় বসবাস করে তার নিজস্ব প্রতিষ্টান ‘আমকারিজা ফাউন্ডেশন ও লাভদেশ’ পরিচালনা করছিলেন। সোমবার (২৫মে) তিনি একটি অনুষ্টানে যোগ দিতে বাসার বাইরে গিয়েছিলেন। আর এ সুযোগে একদল দূর্বৃত্ত তার বাসায় প্রবেশ করে অফিস ও বাসার মালপত্র লুটপাট শুরু করে। পরদিন মঙ্গলবার রাতে বাসায় ফিরে তিনি ঘটনা দেখে তাদের বারন করতে চাইলে দূর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। ঘটনাটি তিনি তাৎক্ষনিক পুলিশকে জানালেও কোতোয়ালী পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং তাকে কোনপ্রকার সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন তিনি। ব্রিটিশ নাগরিক ইয়াসমিন চৌধুরী বর্তমানে বাইরে অবস্থান করে বাসায় প্রবেশ ও তার জানমাল রক্ষান জন্য বিভিন মহলের কাছে ধরনা দিচ্ছেন। বুধবার সন্ধ্যায় তিনি লিখিত অভিযোগ নিয়ে আবারো কোতয়ালী থানায় গেছেন এবং থানা কম্পাউন্ডে অবস্থান করছিলেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।