সিলেটপোস্টরিপোর্ট:বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার লামাকাজি পয়েন্টে ইউপি আওয়ামীলীগে সভাপতি রইছ আলীর ছেলে যুবলীগ নেতা ফয়জুল ইসলাম ও ছাত্রলীগ নেতা শফিক মিয়া গ্রুপের মধ্যে এঘটনা ঘটে। এতে ৩ জন আহত হয়েছেন বলে জানাগেছে। আহতরা হলেন ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা শফিক আহমদ ও যুবলীগ নেতা ফয়জুল ইসলাম। আহত অবস্থায় তারা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন। এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।জানা গেছে, লামাকাজি ইউপি আওয়ামীলীগের সভাপতি রইছ আলীর ছেলে ফয়জুল ইসলামের মিছিলে অংশগ্রহন না করায় ছাত্রলীগ নেতা শফিক মিয়ার সঙ্গে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে ফয়জুল ইসলামের লোকজন শফিক মিয়ার ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ রিপোর্ট রাত সাড়ে ১০টায় লেখা পর্যন্ত শফিক মিয়ার পক্ষের লোক দল বেধে লামাকাজি বাজারে অবস্থান নিবে বলে জানাগেছে।এ ব্যাপারে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগে চেষ্টা হলে তাদের পাওয়া যায়নি। থানা ওসি রফিকুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথে লামাকাজিতে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩ : এলাকায় উত্তেজনা
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৮, ২০১৫ | ১২:২১ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »