সিলেটপোষ্টরিপোর্ট:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সাথে থাকা অপর ৩ কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ঘোলডুবা ফতেহপুর গ্রামের হুছমত উল্লার পুত্র কৃষক রাকিব আলী(২৫) প্রতিদিনের ন্যায শুক্রবার সকালে কৃষি কাজ করতে বুরহানপুর হাওরে যান।বেলা ১২টার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনা স্থলেই এর মৃত্যু হয়। আহত হন একই গ্রামের কৃষক তইরুল মিয়াসহ(৩০) সহযোগী ৩জন । তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
নবীগঞ্জের ঘোলডুবা ফতেহপুর বজ্রপাতে কৃষক নিহত॥ আহত ৩
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ৬:৩২ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »