সিলেটপোষ্টরিপোর্ট:সিলেট নগরীর সুবিদবাজার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের মাঠে থেকে ছাত্রদল ক্যাডার নাবিন রাজা চৌধুরীকে ধাওয়া দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। আজ বিকাল ৫টার দিকে তাকে আটক করে নিয়ে যায় বিমানবন্দর থানা পুলিশ।জানা গেছে, ছাত্রদল ক্যাডার নাবিন আজ বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ মাঠে ক্রিকেট খেলায় ছিলেন। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন খেলার মাঠে গিয়ে নাবিনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে নাবিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নাবিনকে আটক করে ছাত্রলীগ নেতা আলী বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বিকাল ৫টায় নাবিনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাবিনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ৩টি মামলা রয়েছে।
ক্রিকেট খেলা থেকে ছাত্রদল ক্যাডার নাবিন গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ২৯, ২০১৫ | ৭:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »