সিলেটপোস্টরিপোর্ট:নতুন ধারার প্রর্বতক সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি ও আওয়ার টাইম পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।আজ সকাল সাড়ে ১১টায় জিন্দাবাজারস্থ ফরিদ প্লাজার চতুর্থ তলায় কেক কেটে ব্যুরো অফিসের শুভ উদ্বোধন করেন দৈনিক আমাদের নতুন সময়ের বার্তা সম্পাদক রিমন মাহফুজ।আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক শাহ দিদার আলম নবেল, মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকা তিনটির ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, দৈনিক আমাদের অর্থনীতি’র সিলেট প্রতিনিধি মোকলেছুর রহমান মকলিছ, আওয়ার টাইম’র সিলেট প্রতিনিধি আতিকুর রেজা চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতি’র ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির বিভাগীয় সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, যুগান্তর’র ফটো সাংবাদিক মামুন হাসান, সংবাদপত্র পরিবেশক ইসমাইল হোসেন প্রমুখ।