সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের জৈন্তাপুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবার বাড়ি ফিরেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপ্রসাদ কান্দিগাঁও গ্রামে।নির্যাতিতা গৃহবধূ সুহাদা বেগম জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের মো. বিলাল মিয়ার মেয়ে।বিলাল মিয়া জানান, ২০১১ সালের ২৮ মে উপজেলার ল²ীপ্রসাদ কান্দিগাঁও গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিলের ছেলে মো. নজরুল ইসলামের সাথে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে নজরুল তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেয়। একপর্যায়ে যৌতুক না পেয়ে সে প্রায়ই সুহাদার উপর নির্যাতন চালাত। গত ২১ মে যৌতুকের টাকার জন্য সুহাদাকে মারধর করেন নজরুল। পরে আহতাবস্থায় তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৪ দিন চিকিৎসা নিয়ে তিনি ২৫ মে বাবার বাড়ি ফিরেন। বিলাল আরও জানান, তাঁর মেয়ে সুহাদা বাদি হয়ে জৈন্তাপুর থানায় নারী নির্যাতনের মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে।
সিলেটের জৈন্তাপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: মে ৩১, ২০১৫ | ১:৩৪ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »