সিলেট পোষ্ট রিপোর্ট: তরুণ নির্মাতা হিসেবে প্রথম সিনেমাতেই প্রশংসা কুড়িয়েছেন সৈকত নাসির। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দেশা— দ্য লিডার’ নির্মাণ করে নিজের মেধার জানান দিয়েছেন এ নির্মাতা। এর পর প্রায় এক বছরের বিরতি নিয়ে আবারও ব্যস্ত হচ্ছেন চলচ্চিত্র নির্মাণে। চলতি বছরেই তিনটি সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানান সৈকত নাসির।
বিরতি প্রসঙ্গে সৈকত নাসির দ্য রিপোর্টকে বলেন, ‘ভাল সিনেমা নির্মাণ করতে চাই। সিনেমার সংখ্যা বাড়াতে চাই না। ব্যক্তি প্রযোজনায় কোনো সিনেমা নির্মাণ করব না। ‘দেশা— দ্য লিডার’ নির্মাণ করার পর অনেক প্রযোজকই যোগাযোগ করেছেন। আমি আসলে ভাল কিছুর অপেক্ষা করছিলাম। অবশেষে দেশের শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান আমার সিনেমায় বিনিয়োগ করছে।’
তরুণ এ নির্মাতা জানান, তিনটি সিনেমার দুটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও অন্যটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। এর মধ্যে জুনে শুরু হবে ‘তালাশ— দ্য ক্রাইসিস’-এর দৃশ্যধারণ।
সৈকত নাসির দ্য রিপোর্টকে বলেন, “প্রথম শুরু করব ‘তালাশ— দ্য ক্রাইসিস’। এতে নায়িকা হিসেবে থাকছেন বিপাশা কবির। এর পর সেপ্টেম্বর মাসে শুরু করব জাজ প্রযোজিত অপর সিনেমা ‘পুলিশগিরি’। এই সিনেমাতে জুটি হচ্ছেন শিপন ও নুসরাত ফারিয়া। ডিসেম্বর মাসে শুরু করবেন ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ‘পাষাণ’-এর দৃশ্যধারণ। এতে জুটি হবেন আনিসুর রহমান মিলন ও মাহিয়া মাহি।’
২০১৪ সালে মুক্তি পায় সৈকত নাসিরের অভিষেক সিনেমা ‘দেশা— দ্য লিডার’। জাজের প্রযোজনায় পলিটিক্যাল থ্রিলারটিতে অভিনয় করেন মাহি ও শিপন।