সিলেটপোস্টরিপোর্ট:হযতর শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে শাহজালাল মাজারস্থ ঝর্ণারপাড় গেইট থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম- মঈন উদ্দিন সেলিম। সে নগরীর চিহ্নিত ছিনতাইকারীদের মধ্যে একজন বলে জানিয়েছে পুলিশ।সিলেট কোতোয়ালী মেডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহলে আহমদ জানিয়েছেন, মঈন উদ্দিন নগরীর চিহ্নিত ছিনতাইকারীদের মধ্যে একজন। আর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার আজ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বর্তমানে কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
দরগাহ ঝর্ণারপাড় থেকে চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩, ২০১৫ | ১২:৩৯ পূর্বাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »