সিলেটপোস্টরিপোর্ট:সুনামগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়নে ইউনিট কমিটি না করেই জেলা জাতীয় পার্টি’র সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ জুন জেলা জাপা’র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। এছাড়া পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা জাপা’র আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। জানা যায়, গত বছরের জুলাই মাসে সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহকে আহ্বায়ক, মো. আলী খোশনুর ও রশিদ আহমদকে যুগ্ম আহ্বায়ক করে ৬৭ সদস্য’র কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কমিটিতে পার্টির প্রবীণ নেতা সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ, আ ন ম ওহিদ (কনা মিয়া), আবদুর রহমান মাস্টার, অ্যাডভোকেট আবদুল গফফার, অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকারসহ অনেককেই সদস্য করা হয়। তবে কমিটিতে অনেক নতুন মুখ ছিলেন। যারা আগে জাপা’র রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। এছাড়া বাদ পড়েছিলেন অনেক ত্যাগী নেতা। তখন জাপা’র অন্য একটি অংশ নতুন কমিটি ভেঙে দেয়ার দাবি জানিয়েছিলেন। কমিটি অনুমোদনের সময় বলা হয়,৫ মাসের ভেতরে অর্থাৎ গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করতে হবে। কিন্তু উপজেলা-পৌর-ইউনিয়নে নতুন ইউনিট কমিটি না করেই আগামী ১০ জুন জেলা জাপা’র সম্মেলন আয়োজন করেছে বর্তমান কমিটি। জেলা জাপা’র আহ্বায়ক ও সদর আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘সম্মেলনের পর যে জেলা কমিটি হবে সেই কমিটির নেতৃবৃন্দ নতুন করে উপজেলা-পৌর-ইউনিয়ন কমিটি অনুমোদন দিবে।’
সুনামগঞ্জে ইউনিট কমিটি গঠন না করেই জেলা জাপা’র সম্মেলন ১০ জুন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩, ২০১৫ | ৬:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »