সিলেটপোস্টরিপোর্ট:সদর উপজেলার বেতগঞ্জ বাজার থেকে মুজিবুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে মানব পাচারের অভিযোগে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮ টায় তাকে আটক করা হয়। আটককৃত মুজিব সুনামগঞ্জ সদর উপজেলার তেলিপাড়া মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। পুলিশ জানায়, মুজিবের বিরুদ্ধে জেলার দোয়ারাবাজার থানায় মানব পাচারের অভিযোগ রয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।
সুনামগঞ্জে মানব পাচারের অভিযোগে আটক ১
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৩, ২০১৫ | ৭:০১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »