সিলেট পোষ্ট রিপোর্ট : একলাস আবেদিনের ‘নীল নীলিমা’ চলচ্চিত্রে শুটিংয়ের জন্য এরই মধ্যে চুক্তি সাক্ষর করেছেন জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। আগামী কোরবানীর ঈদের পরপরই ছবিটির শুটিং শুরু হবে গাজীপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।
কোরবানীর ঈদের পরে শুটিং হলেও রোজার মধ্যেই ছবিটির মহরত করা হবে বলে জানা যায়।
এ প্রসঙ্গে পরিচালক ঢালিউড২৪ কে বলেন, ‘একসঙ্গে দুইটি ছবির কাজ শুরু করবো। এরই মধ্যে গল্প লেখার কাজও শেষ করেছি। এখন চলছে কাস্টিংয়ের কাজ। ‘নীল নীলিমা’ ছবিতে দর্শক নতুন কিছু দেখতে পাবে বললে একদমই ভুল হবে না। কারণ রাজ্জাক আঙ্কেলেকে নতুনভাবে দেখতে পাবে দর্শক। ছবিটিতে কাস্টিংয়ের ব্যাপারেও সচেতনতা থাকবে শতভাগ। গ্রামীন ধাঁচের এই ছবিটি একটি চ্যালেঞ্জ হিসেবেই করতে চাই। গাজীপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন লোকশনে শুটিং শেষে গানের চিত্রায়ন করা হবে কক্সবাজারে।’
ছবিটিতে অভিনয়ের কথা রয়েছে এ সময়ের একজন ব্যস্ত নায়িকার। নায়িকাকে এখনো চুক্তিবদ্ধ করেননি। আর ছবির নায়কও চূড়ান্ত করেননি।