সিলেটপোস্টরিপোর্ট:সিলেট নগরীর বন্দরবাজারস্থ সন্ধ্যা মাকের্টে ব্যাচেলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে পুলিশ। হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগে আজ বেলা ১টায় কোতোয়ালি থানা পুলিশ ওই হোটেলে অভিযান শুরু করে। বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি সোহেলে আহমদ।তিনি জানান, সন্ধ্যা মাকের্টের ২য় তলায় হোটেলে ব্যাচেলারে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগে বেলা ১টায় অভিযান শুরু করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজারসহ সংশ্লিষ্টরা সটকে পড়েন। তবে রাজু নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। ওই অভিযানে নেতৃত্ব দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ। তিনি জানান, নগরীর যেসব হোটেলে পতিতা ব্যবসা করা হয়, সে সব হোটেলে রমজানের আগেই অভিযান করা হবে।
বন্দর সন্ধ্যা মাকের্টে হোটেল ব্যাচেলারে পুলিশের অভিযান, আটক ১
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৪, ২০১৫ | ৪:৩৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »