সিলেটপোস্টরিপোর্ট:জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ মুহিবুর রহমান (৫০) মারা গেছেন। রবিবার রাতে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মুহিবুর রহমান বাগবাড়ী এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।প্রসঙ্গত, সিলেট নগরীর বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত পৌনে ৮টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে প্রায় পৌনে ১ ঘণ্টা সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে মুহিবুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন।
নগরীর বাগবাড়িতে সংঘর্ষে গুলিবিদ্ধ মুহিবুর রহমানের মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৮, ২০১৫ | ১:০৩ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »