সিলেটপোস্টরিপোর্ট:ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে ।নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে।আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।নিহত জাহাঙ্গীর হোসেনের চাচা ইউনুছ আলী জানান, রোববার রাতে তার ভাতিজাসহ কয়েকজন ভারতে গরু আনতে যান। ফেরার পথে জাহাঙ্গীর বিএসএফের হাতে ধরা পড়েন। বিএসএফ তাকে নির্যাতন করে মহেশপুরের ইছামতি নদীর পাড়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তার অন্য সঙ্গীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হন জাহাঙ্গীর। পরে তার মৃত্যু হয়। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যু
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ৮, ২০১৫ | ১:৪১ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »