সংবাদ শিরোনাম
তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «   বৈষম্যহীন মানবিক দেশ গড়াতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: কয়েস লোদী  » «   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই  » «   জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ  » «   সিলেট বিএনপি দুই গ্রুপে বিভক্ত! ক্ষমতা নিয়ন্ত্রণে নিতে উভয়েই এখন মরিয়া  » «   যেকোন মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখব : তারেক রহমান  » «   সম্পত্তি পুনরুদ্ধার ও পুলিশী হয়রানি থেকে বাঁচতে চাই-সংবাদ সম্মেলনে রাসেল রবি  » «   ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুককোন প্রকল্প নেয়া হবে না- উপদেষ্টা রিজওয়ানা হাসান  » «   গ্রেফতার আতংকে পালিয়ে আছে সিলেটের আওয়ামী লীগের নেতারা :কার্যক্রম নিরব  » «   সিলেট সীমান্তে (১৯ বিজিবি) প্রায় ৬৩ লক্ষ টাকার চোরাই পণ্যসহ ২ জনকে আটক  » «   স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন  » «   অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে-শায়খ জিয়া উদ্দীন  » «  

সিলেটের জৈন্তাপুরে শেলটেক’র ভুমি দখল : বাস্তুহারা কৃষকরা

Sheltek-Sylhetসিলেটপোস্টরিপোর্ট:সিলেটের জৈন্তাপুরে কোম্পানীর নামে একের পর ধানীজমি দখল করে নিচ্ছে জামায়াতী ভুমিখেকোরা। আর তাদের দখলবাজিতে সহযোগীতা করছে থানা পুলিশ । এমন অভিযোগ উপজেলার দরবস্ত এলাকার নিরীহ কৃষকদের। দখলবাজির প্রতিবাদ করায় মিথ্যে মামলায় পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। আইন ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা। এমনই এক বিভিষিকাময় দিন কাটাতে হচ্ছে তাদের।অভিযোগে প্রকাশ, সিলেট নগরীর শিবগঞ্জ সোনরপাড়ার বাসিন্দা জামায়ত নেতা হাফিজ মিছবাহ উদ্দিন চৌধুরী, সাজাজাদুর রহমান, ও বদরুল আলমাদনী সহ কয়েকজন মিলে ‘শেলটেক টেকনোলজিস লিঃ, নামে একটি কোম্পানী করেন। কোম্পানীর নামে তারা সিলেট-তামাবিল সড়কের নিকটে জৈন্তাপুর উপজেলার দরস্ত এলাকায় প্রায় ২১ বিঘা জমি নিয়ে প্লাট করতে শুরু করেন। কিন্তু কোম্পানীর কর্তা-ব্যক্তিরা নানাজাল-জালিয়াতির আশ্রয়ে স্থানীয় কৃষকদের একমাত্র জীবিকা সম্বল ধানীজমি আত্মসাত করতে শুরু করেছেন। কৃষকদের সর্বহারা করে তারা ভুমি ও প্লট বানিজ্য করে চলেছেন। কোম্পানীর অবৈধ দখলবাজিতে ক্ষেতের জমিহারা ওই কৃষকদের মধ্যে রয়েছেন ছয়ফুল আমিন সহ একই পরিবারের কয়েকজন কৃষক। জৈন্তাপুর উপজেলার দরবস্ত তেলিজুরী গ্রমের মরহুম নজরুল ইসলামের পুত্র ছয়ফুল আমিন অভিযোগ করেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ১০৯নং ফরফরা মৌজার ১৩২ খতিয়ানের ৪২৮,৪২৬ ও ৪২৭ দাগে তার ও তার পরিবারের ৩একর ১৫শতক মৌরসী ক্ষেতের জমি রয়েছে। এরই মধ্যে ‘শেলটেক টেকনোলজিস’ কর্মকর্তারা তাদের জমি জবরদখলে নিতে মারয়া হয়ে উঠে। পেশী শক্তি দিয়ে দখল করতে না পেরে কোম্পানীর কর্তা-ব্যক্তিরা মোটা অংকের টাকার বিনিময়ে একের পর এক মিথ্যে মামলা দিয়ে থানা পুলিশকে সাথে নিয়ে ওই জমি জবরদখল করে নেয়। দখল পাকাপোক্ত করতে ভুমি খেকোরা পুলিশের পাশপাশি তাদের পিছনে লেলিয়ে দিয়েছে তাদের সন্ত্রসী খুনী চক্রও। এ চক্র দিয়ে আবিরাম তাদের হুমকি ধমকিও দেয়া হচ্ছে। ফলে ছয়ফুল পরিবারসহ স্থানীয় কৃষকরা ভয়ে ক্ষেত খামার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এ অবস্থায় তারা তাদের জানমালের নিরাপত্তাসহ ধানীজমি রক্ষায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট, সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি ও বাংলাদেশ পুলিশের আইজিসহ প্রশাসনের সর্বমহলে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছেন না। থানা পুলিশসহ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ভমিখেকো ‘শেলটেক কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে তাদের তুঘলকি কর্মকান্ড। বরং পুলিশ একের এক পর মিথ্যে মামলা নিয়ে তাদের হয়রানী করছে। ফলে তারা জমি হারিয়েও শান্তিতে বাড়িঘরে ঘুমাতে পারছেন না কৃষকরা। ভুমিখেকোরা পুলিশের সহায়তায় তাদের বাস্তুহারা করে চলেছে বলে অভিযোগ করেছেন তার।
তবে শেলটেক টেকনোলজিস লিঃ-এর অন্যতম পরিচালক বদরুল আলমাদানী অন্যের জমি জবরদখলের অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে জানান, তারা কাগজপত্র দেখে জমি ক্রয় করে নির্বিবাদে দখল সমঝে নিয়ে কোম্পানীর কাজ করে চলেছেন। স্থানীয় একটি মহল অন্যায় লাভের আশায় তাদের কোম্পানীর ক্ষতিসাধনে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে । তবে তা নিষ্পতিÍ পথে চলছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.