সিলেটপোস্টরিপোর্ট:ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে সিলেটে সদর উপজেলার পীরের বাজারস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ইংরেজী শিক্ষা মেলার আয়োজন করা হয়। বুধবার অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম হেড প্রফুল্ল চন্দ্র বর্মণ ও প্রোগ্রাম ম্যানেজার জনাব মাছুম বিল্লাহ্। ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ (বি আই এল) এর ৪ জন ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার জনাব মিল্টন রায়, জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ও এলাকা ব্যবস্থাপকগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইংরেজীর প্রশিক্ষকবৃন্দ, ব্র্যাক সেকেন্ডারী স্কুলের শিক্ষকবৃন্দ।
পীরের বাজারে ব্র্যাকের ইংরেজী শিক্ষা মেলা অনুষ্ঠিত
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুন ১০, ২০১৫ | ৫:১৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »